Breaking News

Bangladesh-India

Bangladesh-India : ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চ করবে বলে হুঁশিয়ারি খালেদার! 

আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।সকাল ৮টা থেকে এই মিছিল শুরু হবে। যেখানে সমস্ত মানুষকে যোগ দেওয়ার আহ্বান দেওয়া হয়েছে (Bangladesh-India)।

Bangladesh-India

khaleda zia long march

ক্লাউড টিভি ডেস্ক : এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক চলছে ঢাকায়! ভারত সহ অন্যান্য দেশ এখন এই বৈঠকের দিকে কড়া নজর রেখেছে। আর এই আবহের মধ্যেই একের পর এক ভারত বিদ্বেষ এর ঘটনা ঘটে চলেছে সে দেশে।

আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার (Khaleda Zia) দল (BNP)। বিএনপির তিনটি সংগঠন আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।সকাল ৮টা থেকে এই মিছিল শুরু হবে। যেখানে সমস্ত মানুষকে যোগ দেওয়ার আহ্বান দেওয়া হয়েছে (Bangladesh-India)।

সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলার ঘটনার আঁচ কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়েও পড়েছে। ইউনূসের বিরুদ্ধে একাধিক হিন্দু সংগঠন-সনাতনিরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আর তা দেখাতে গিয়ে গত কয়েকদিন আগে আগরতলা ডেপুটি হাইকমিশনের দফতরে ঢুকে পড়েন বেশ কয়েকজন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা। ভাঙচুর সহ চলে হামলা।

আর এই ঘটনার বিরুদ্ধে, পতাকা অবমাননা সহ একাধিক ইস্যুতে আগরতলা পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছে বিএনপির তিন সংগঠন। বিদেশ সচিব পর্যায়ে একদিকে যখন বৈঠক হচ্ছে, সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে তখন এহেন কর্মসূচির ডাক উস্কানি ছাড়া আর কিছু নয় বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিএনপি সহ বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা কলকাতা দখলের ডাক দেয়। আর এরপরেই এহেন বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়, বাংলাদেশ জুড়ে বিশেষ পোস্টার লাগানো হচ্ছে। যেখানে লেখা আছে, ‘ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণার দাবি তুলুন’। এমনকি মুসলিমদের সুরক্ষায় খিলাফত প্রতিষ্টা করার কথাও বলা হচ্ছে। শুধু পোস্টার-ব্যানার লাগানো নয়, এই সংক্রান্ত লিফলেটও ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাস্তায় তা মানুষের হাতে বিতরণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আর এহেন কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন, যে বাংলাদেশকে স্বাধীন ধরতে ভারত এত লড়াই করল, সেখানে আজ এমন ছবি! কতটা অকৃজঙ্গ হতে পারে তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এই অবস্থায় বিদেশ সচিব পর্যায়ের যে মিটিং বাংলাদেশের মাটিতে চলছে তাতে কতটা ফল আসবে তা নিয়ে প্রশ্ন প্রাক্তন সেনা কর্তাদের। এই অবস্থায় বাংলাদেশের মাটিতে দাবি উঠছে কড়া অভিযানের (Bangladesh-India)।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

“বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?” : ইমন

ad

আরও পড়ুন: