Bangladesh New Neighbour
ক্লাউড টিভি ডেস্ক : মিয়ানামারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরো অগ্রসর হলো আরকান আর্মি। এর মধ্যে রাখাইনের ৮০ শতাংশ এলাকা দখলে নেয়া আরাকান আর্মি সেখানে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে নতুন সরকারও গঠন করতে পারে বলে জানা যাচ্ছে।
কক্সবাজার সীমান্তের ওপাড়ে থাকা রাখাইনকে নিয়ে আরাকান আর্মি এমন ঘটনার জন্ম দিলে নতুন স্বাধীন দেশ হবে ‘আরাকান’। অন্যদিকে, মিজোরামের মুখ্যমন্ত্রীর এক বক্তৃতায় বাংলাদেশ-ভারত-মিয়ানমারের চিন প্রদেশের অংশ নিয়ে নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পুরনো বিষয়টি সামনে আসায় ভূ-রাজনীতির নতুন হিসাব চলছে। যদি এরকম কিছু ঘটে যায় তাহলে নতুন এক ভূ-রাজনৈতিক সংকটে পড়বে বাংলাদেশ। সব মিলিয়ে এসব কর্মকাণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায়সহ বাংলাদেশের নজর এখন মিয়ানমারের রাখাইন রাজ্যে।
সংশ্লিষ্টরা বলেছেন, রাখাইন হচ্ছে বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের একটি উপকূলীয় রাজ্য। মিয়ানমারের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যেও একটি। যদিও এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ এবং কিয়াউক পিউতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল। এখান থেকেই চিনে তেল ও গ্যাস বহনকারী পাইপলাইন রয়েছে। আরাকান আর্মি এখানে নতুন দেশ এবং সরকারের ঘোষণা করলে সব ধরনের হিসাব পাল্টে যাবে। জন্ম নেবে নতুন সমীকরণ। এর ফল কতটা স্বস্তিকর হবে ঢাকার জন্য- এই নিয়েও চলছে বিশ্লেষণ। পাশাপাশি মারাত্মক জটিল আকার ধারণ করবে রোহিঙ্গা সংকটও।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে- এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে।
তিনি বলেন, আরাকানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে ‘সুচিন্তিত’ পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আমাদের জন্য সীমান্ত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। রাখাইনের সঙ্গে আমাদের সীমান্ত আছে। তবে সেখানকার পরিস্থিতি ঠিক কী অবস্থায় আছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় কারা- সেটি নিশ্চিত হয়েই আমাদের পদক্ষেপ নিতে হবে। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা করতে পারে রাখাইন আর্মি। সব মিলিয়ে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ ‘আরাকান’। ইতোমধ্যে ভারত-চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সঙ্গে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রও। রাজনৈতিক পটপরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবর্তে পড়তে যাচ্ছে বাংলাদেশ।