Breaking News

britain warns tourists

ব্রিটিশ নাগরিকদের জন্য ভারত -পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি হল

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে

Britain Warns Tourists About Travel Risks %%page%% %%sep%% %%sitename%%

britain warns tourists

ক্লাউড টিভি : পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে উঠেছে। তার জের গিয়ে পড়ল ব্রিটিশ নাগরিকদের ওপর। এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের জন্য পাকিস্তান ও ভারত ভ্রমণ সতর্কতা (britain warns tourists) জারি করেছে যুক্তরাজ্য। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই নাগরিকদের এই অঞ্চলগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত ও পাকিস্তানে নির্ধারিত বা পরিকল্পিত ভ্রমণ স্থগিত রাখাই বাঞ্ছনীয়। তাছাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য সংঘাত বা সামরিক সরবতার ঝুঁকির কথাও তুলে ধরেছে পরস্বরাষ্ট্র দপ্তর।

একটি ভিসায় ইউরোপের ২৯টি দেশ ভ্রমণ করুন

পেহেলগামে জঙ্গি হামলা: কাশ্মীরে ভ্রমণ বাতিলের হিড়িক

উল্লেখ্য, এর আগেই পহেলগাঁও হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রও পাকিস্তান ও ভারতের জন্য একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের আরও সতর্কবার্তায় বলা হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তের কোনো অংশে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর, কোনো কারণেই ভ্রমণ করা উচিত নয় (britain warns tourists) ।

বর্তমানে ভারত ও পাকিস্তান নিজেদের সীমান্তে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ভারতে প্রবেশের জন্য অবশ্যই বৈধ ভারতীয় ভিসা থাকতে হবে, এবং সীমান্তে কোনও ভিসা সুবিধা নেই।

দুই দেশের মধ্যে একমাত্র সরকারিভাবে স্বীকৃত সীমান্ত পারাপার পাঞ্জাব প্রদেশের ওয়াঘা (পাকিস্তান) ও আটারি (ভারত) সীমান্তপথ। তবে যাত্রার আগে সীমান্ত পথটি খোলা আছে কিনা, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

#Pahalgamterror #indopakwar #Britain #Warning #Tourists

আরও পড়ুন :

এলাহাবাদ হাই কোর্টে আজ রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রের ব্যাখ্যা শুনানি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন

ad

আরও পড়ুন: