Breaking News

loss angel fire

আগুনের লেলিহান শিখা লস অ্যাঞ্জেলেস, পুড়ছে অ্যাথলেটদের স্বপ্নের পদক-বাড়ি

এই ভয়াবহ আগুনে (loss angel fire)চোখের সামনে ক্রীড়াবিদদের অর্জিত সব পদক, মূল্যবান জিনিস ও স্বপ্নের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

loss angel fire : California Wild Fire Left Los Angels Devastated

loss angel fire

শান্তিপ্রিয় রায় চৌধুরী : লস এঞ্জেলস জুড়ে আগুনের লেলিহান শিখা (loss angel fire)। সাজানো সংসার ভেসে গেছে। সাধারণ মানুষ থেকে ক্রীড়াবিদদের চোখে জল। সবই তারা দেখতে পাচ্ছে চোখের সামনে। গত কয়েকদিন ধরে কোনোমতে প্রাণে বাঁচার চেষ্টা করে যাচ্ছে মানুষগুলো । কত মানুষ তো এই লেলিহান শিখার মধ্যে পড়ে হারিয়ে গেছে!

এই ভয়াবহ আগুনে (loss angel fire)চোখের সামনে ক্রীড়াবিদদের অর্জিত সব পদক, মূল্যবান জিনিস ও স্বপ্নের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন :

ম্যানচেস্টার সিটি সেন্টারে বিলাস বহুল ম্যানশন কিনলেন হালান্ড , দাম কত জানেন? ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা!

টেস্ট ক্রিকেটকে দুটি স্তরে বিভক্ত করার চেষ্টা করছে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া , এটা ক্রিকেটের জন্য ক্ষতিকারক, বলছেন মাইকেল হোল্ডিং

আমেরিকার প্রাক্তন বিশ্ব বিখ্যাত সাঁতারু গ্যারি হল জুনিয়র তো গত কয়েকদিন ধরে চোখের জল ফেলেই চলেছেন। ফেলবেনই তো। কারণ তাঁর স্বপ্নের ১০টি অলিম্পিক পদক আর দেখা যাবে না। আগুনের (loss angel fire) কবল থেকে সেই পদক রক্ষা পায়নি।
কান্নায় ভেঙে পড়েছেন মেক্সিকোর ফুটবলার কার্লোস ভিলাও। তাঁর বাড়ি আর মেডেলগুলো পুড়ে ছাই। গৃহহীন হয়ে পড়েছেন এনবিএর দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিক।

এদিকে ঘটনার ভয়াবহতা ছুঁয়ে গেছে কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামের পরিবারকেও। এমন পরিস্থিতি নিয়ে আবেগময় বার্তা দিয়েছেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া, ‘দাবানলের ধ্বংসলীলা ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে মন খুব খারাপ। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করছি। বিশেষ করে যাঁরা নিজেদের বাড়ি বা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের মতো আমরাও বিধ্বস্ত।’

বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদেরা জানাচ্ছেন সহানুভূতি।

 

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final)যেতে হলে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কাকে কী করতে হবে

ad

আরও পড়ুন: