Breaking News

AI China School Syllabus

চীনে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা

চীন সরকার এবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

China includes AI China School Syllabus

AI China School Syllabus

ক্লাউড টিভি ডেক্স : চীন সরকার এবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI China School Syllabus) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদন মতে, চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশে এক নির্দেশনায় বলা হয়েছে, দেশের উদ্ভাবনী প্রতিভার যে চাহিদা তা মেটাতে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই শিক্ষার (AI China School Syllabus) মান বাড়ানো জরুরি।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

আরও পড়ুন :

পাঠ্যপুস্তক থেকে বাদ সাকিব-টেন্ডুলকার

‘দ্বি-স্তর টেস্ট ক্রিকেট হবে ভয়ঙ্কর’, বলছেন ক্লাইভ লয়েড

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে ২০১৭ সালে একটি পরিকল্পনা পেশ করে চীন। এরপর ২০১৮ সালে দেশের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করে চীন।

মর্নিং পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রযুক্তি যুদ্ধ এবং চ্যাটজিপিটির মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক সময়ে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ আরও বেড়েছে।

Uyghur Rebels and China : ‘উইঘুর’ মুসলিম যোদ্ধাদের নিয়ে তৈরি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ‘তুর্কিস্তান ইসলামিক পার্টি’র থেকে এ বার সরাসরি হুমকি পেল চিন।

ad

আরও পড়ুন: