Fifa 2026
শান্তিপ্রিয় রায় চৌধুরী : আগামী বছর ফিফা বিশ্বকাপ (Fifa 2026) হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে উন্মাদনা তুলনামূলকভাবে কম। কিন্তু এই ফুটবলই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ করতে যাচ্ছে বিশাল অঙ্কের অর্থ। বিশ্ব বানিজ্য সংস্থার রিপোর্ট, শুধু মাত্র আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে ৪০.৯ বিলিয়ন ডলার। এর পাশাপাশি চলতি বছরের ক্লাব বিশ্বকাপ থেকে আসবে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ (Fifa 2026) নিয়ে নানা রকমের গবেষণা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাদেরই একটি রিপোর্ট বলছে এই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ৬.৫ মিলিয়ন দর্শনার্থী প্রবেশ করবে আমেরিকায়।
Fifa Ranking : র্যাঙ্কিংয়ের শীর্ষ-এ থেকে বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?
বিশ্বকাপ জিতে মেসিরা যে অর্থ পেয়েছে, ক্লাব বিশ্বকাপ জয়ীরা তার তিনগুণ পাবে
রিপোর্ট বলছে, শুধুআর্থিক বেনিফিট নয়, বিশ্বকাপের মাধ্যমে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৮৫ হাজার ফুল টাইম জবের সুযোগ তৈরি হবে। যার গ্রোস আউটপুট সাড়ে ৩০ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জিডিপিতে যার প্রভাব ১৭.২ বিলিয়ন ডলার।
ফিফা বিশ্বকাপের (Fifa 2026) পাশাপাশি চলতি বছর জুনে ক্লাব বিশ্বকাপের আসরও বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে।এই আসরে ৩২ দেশ অংশ নেবে। আর তাই আগের তুলনায় এবার ক্লাব বিশ্বকাপের ইমপ্যাক্ট অনেক বেশি হবে বলে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
ওয়ার্ল্ড ট্রেড আর্গানাইজেশন বলছে, গ্লোবাল জিডিপিতে ফিফা ক্লাব বিশ্বকাপ যোগ করবে ২১.১ বিলিয়ন ডলার।
এই বিশ্বকাপ (Fifa 2026) ফুটবলের আসর দিয়েও সামাজিকভাবে ব্যাপক লাভবান হওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট বলছে, এর পরিমাণ হতে পারে ৩.৩৬ বিলিয়ন ডলার। এছাড়াও শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও ধারনা করা হচ্ছে।
আরও পড়ুন :
ভারত সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির
রামনবমী কি এবং এর পেছনের ইতিহাস
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS