Breaking News

GazaCrisis MahaMohamadShabat

মৃত্যু উপত্যকায় জীবনের জন্য প্রার্থনা

গাজা এখন মৃত্যু আর ক্ষুধার উপত্যকা। প্যালেস্টাইন ক্রীড়াবিদ মাহা মোহামাদ শাবাত সেখানে জীবনের জন্য প্রার্থনা করছেন, আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীর কাছে ত্রাণ ও মানবতার।

GazaCrisis MahaMohamadShabat: A Voice of Hope %%page%% %%sep%% %%sitename%%

GazaCrisis MahaMohamadShabat

ক্লাউড টিভি ডেস্ক : গাজার আকাশে এখন বিস্ফোরণের শব্দ, মাটিতে ক্ষুধার চিৎকার। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর আহ্বান। এক টুকরো রুটি এখন সেখানে আশার প্রতীক। খাবার কিংবা নিরাপত্তা— কোনোটিই নিশ্চিত নয়। বরং প্রতিদিনই নতুন করে যুক্ত হচ্ছে মৃত্যুর তালিকায় অসংখ্য নাম। গাজা যেন হয়ে উঠেছে মৃত্যুনগরী। সেই ভয়াবহতার মাঝেও জীবনের জন্য প্রার্থনা করে চলেছেন প্যালেস্টাইন ফুটবলার ও রেফারি মাহা মোহামাদ শাবাত।

ইসরাইলের সাম্প্রতিক বর্বর আক্রমণে গাজা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিদিনের ধারাবাহিক বোমাবর্ষণ, বিধ্বস্ত ভবন আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন—এই চিত্র এখন গাজার বাস্তবতা। মাহা মোহামাদ শাবাত, যিনি একাধারে ফুটবলার, শিক্ষক এবং রেফারি—এই দুঃসময়েও গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন,

“গাজা উপত্যকায় প্যালেস্টাইনীয়দের অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। গাজাবাসীর আত্মদান ও কান্না আমরা কোনোদিন উপেক্ষা করতে পারব না।”

গাজায় সাড়ে ৬ লাখ শিশু দুর্ভিক্ষের মুখে, আন্তর্জাতিক মহলের ‘লজ্জাজনক নীরবতা’ নিয়ে ক্ষোভ

গাজায় একবেলা খেয়ে টানা ২৪ ঘণ্টা কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

মাহা নিজেই হারিয়েছেন নিজের অনেক প্রিয় মুখ—তার ছাত্র, সতীর্থ, প্রতিবেশী অনেকেই আর নেই। তবুও তিনি থেমে নেই। শিশুদের মুখে একটুখানি হাসি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, খাদ্য ও পানীয় জলের চরম সংকট দুর্ভিক্ষের আশঙ্কা বাড়াচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও উদ্বিগ্ন। দিনের পর দিন অনাহারে থেকে শিশুদের শরীর কঙ্কালসার হয়ে উঠছে। অসুস্থতা, অপুষ্টি ও বিশুদ্ধ পানির অভাবে গাজাবাসীর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

এই মানবিক বিপর্যয়ের মধ্যেও আন্তর্জাতিক মহলের তৎপরতা প্রশ্নবিদ্ধ। অনেক দেশ মৌখিক সহানুভূতি প্রকাশ করলেও কার্যকর সহায়তা এখনো অপ্রতুল। এ অবস্থায়, গাজাকে রক্ষার জন্য আরও কার্যকর পদক্ষেপ ও জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন মাহা শাবাত।

তিনি গাজার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন, আক্রান্তদের সান্ত্বনা দিচ্ছেন, ফুটবলের মাধ্যমে শিশুদের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। মানবতা যে একা হলেও দাঁড়াতে জানে, তার উদাহরণ হয়ে উঠেছেন মাহা।

আরও পড়ুন :

পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের অস্বীকৃতি, সরাসরি ফাইনালে পাকিস্তান

স্বাধীনতা দিবসের আগেই বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন, ১০ আগস্ট উদ্বোধন

ad

আরও পড়ুন: