Breaking News

Hajj Rules 2025

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত বিধিনিষেধ কার্যকর

Hajj Rules 2025: Important Guidelines to Follow %%page%% %%sep%% %%sitename%%

Hajj Rules 2025

ক্লাউড টিভি নিউজ ডেস্ক : পবিত্র হজ মৌসুম সামনে রেখে সৌদি আরব সরকার কঠোর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। হজের জন্য সরকারি অনুমতি ব্যতিরেকে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৬ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Hajj Rules 2025)।

এই বিধিনিষেধ কার্যকর হবে ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। সোমবার (২৮ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এই তথ্য জানায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেসব ব্যক্তি হজের সময় ভ্রমণ ভিসা বা অন্য কোনো ভিসা নিয়ে অনুমতি ছাড়া মক্কা বা আশপাশের পবিত্র এলাকায় প্রবেশের চেষ্টা করবেন, তাদের ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা (Hajj Rules 2025) করা হবে।

পৃথিবীর যেসব দেশে নিষিদ্ধ ‘ইসকন’ (ISCON)

১ মে থেকে রাস্তায় আরও সহজ ভ্রমণ, চালু হচ্ছে জিপিএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা

এছাড়া এই অপরাধে কেউ যদি অপরাধীকে সহায়তা করে, যেমন—মক্কায় পৌঁছে দেওয়া, থাকার ব্যবস্থা করা বা আশ্রয় দেওয়া, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধের জন্য ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং অন্যান্য আইনগত শাস্তির কথাও বলা হয়েছে।

সৌদি সরকার আরও জানিয়েছে, কেউ যদি হজের সময় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে থেকে গিয়ে হজে অংশ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে দেশত্যাগে বাধ্য করা হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর উদ্দেশ্য হলো হজ ব্যবস্থাপনাকে সংগঠিত ও নিরাপদ রাখা এবং অবৈধ জনসমাগম রোধ করা।

সৌদি আরব প্রতি বছর লাখো হজযাত্রীকে স্বাগত জানায়। তবে প্রতিবার হজ মৌসুমে কিছু মানুষ অনুমতি ছাড়াই পবিত্র স্থানগুলোতে প্রবেশ করে, যা নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটায়। এবার তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ (Hajj Rules 2025) নিয়েছে দেশটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সরকার নির্ধারিত নিয়ম ও অনুমতি ছাড়া কেউ হজে অংশ নিলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সবার উচিত আইন মেনে চলা।”

প্রবাসী মুসলিমদের মধ্যেও হজ পালন নিয়ে আগ্রহ থাকে। কিন্তু অনেকে ওমরাহ বা ভিজিট ভিসা (Hajj Rules 2025) নিয়ে হজে অংশ নিতে চান। সৌদি কর্তৃপক্ষ এবার স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের ভিসাধারীদের হজে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনের শামিল।বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার বহু মুসল্লি অতীতে এই পদ্ধতিতে হজ পালন করেছেন, কিন্তু এবার এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তা সম্ভব না হয়।

#হজ২০২৫ #সৌদিআইন #HajjRules2025 #SaudiHajjBan #UnauthorizedHajj #HajjSecurity

আরও পড়ুন :

পদ্ম ২০২৫: সুর, শিল্প আর সাহসিকতার সম্মানে সম্মানিত ৭১ নক্ষত্র

পরেশ রাওয়ালের বিস্ফোরক স্বীকারোক্তি—হাঁটুর চোট সারাতে মূত্রপান!

ad

আরও পড়ুন: