Unknown Gunmen
ক্লাউড টিভি ডেস্ক : সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানেই সুরক্ষার অভাবে ভুগছে ভারতবিরোধী সন্ত্রাসবাদীরা। একের পর এক রহস্যমৃত্যু, আর প্রতিক্ষেত্রেই আততায়ীকে খুঁজে পাচ্ছে না পাকিস্তান সরকার। আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠছে, কে অথবা কারা রয়েছে এসবের পেছনে? কারা এই Unknown Gunmen’?
বিশ্বমঞ্চে একাধিকবার পাকিস্তান অভিযোগ করেছে, তাদের দেশে অভিযান চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা RAW। তবে শুধুই কি RAW? অনেকেই মনে করছেন, এই ধরনের ঘটনার পেছনে দায়ী থাকতে পারে পাকিস্তানের নিজস্ব গোয়েন্দাবাহিনী ISI তথা পাকিস্তানি সেনা। হিসেব বলছে, গত তিনবছরে অন্তত ১৯ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এর মধ্যে লস্কর থেকে শুরু করে জইশ, কমবেশি সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনেরই সদস্যরা রয়েছে। কাজেই এই ধরনের সংগঠনগুলির মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷
তবে এই ধরনের রহস্যমৃত্যুর অভিযোগ (Unknown Gunmen) একবাক্যে গা থেকে ঝেড়ে ফেলেছে ভারত। জাতিসঙ্ঘ সহ একাধিক মঞ্চে নয়াদিল্লি জানিয়েছে, বিদেশের মাটিতে এভাবে হত্যা করা তাদের লক্ষ্য নয়। পাশাপাশি এও প্রশ্ন তুলেছে, সন্ত্রাসবাদ নির্মুলের উদ্দেশ্যে নিজেদের উদ্যোগি বলে প্রমাণ করা পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের হাল-হকিকত প্রকাশ করে না কেন? এই ধরনের রহস্যমৃত্যুর সম্পর্কেও বিশদে জানায় না কেন?
আরও পড়ুন :
মে মাসে শুরু হচ্ছে ‘পুষ্পা ৩’-এর শুটিং: জানালেন আল্লু অর্জুন!
সুনিতা উইলিয়ামস কে, কীভাবে তিনি নভোচারী হয়ে উঠলেন
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS