Breaking News

Pope Francis Final Farewell

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস: ইতিহাসে প্রথম, ভ্যাটিকানের বাইরে সমাহিত

এই শেষকৃত্য  (Pope Francis Final Farewell) অনুষ্ঠান পরিচালনা করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে

Pope Francis Final Farewell: A Historic Ceremony %%page%% %%sep%% %%sitename%%

Pope Francis Final Farewell

ক্লাউড টিভি : শোকাহত বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান; ক্যাথলিক চার্চের অন্যতম প্রভাবশালী ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis Final Farewell) শনিবার চিরনিদ্রায় শায়িত হলেন। ইতিহাসে প্রথমবারের মতো কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছে। তার সমাধি হয়েছে রোম শহরের সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায়।

শনিবার সকালে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা দীর্ঘ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা, এবং সাধারণ জনগণ। ভ্যাটিকান জানায়, চার লক্ষের বেশি মানুষ উপস্থিত ছিলেন এই অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে।

এই শেষকৃত্য  (Pope Francis Final Farewell) অনুষ্ঠান পরিচালনা করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে। ধর্মোপদেশে তিনি পোপ ফ্রান্সিসের নেতৃত্বের মানবিকতা ও বিনয়ের কথা তুলে ধরেন। তার ভাষায়, “তিনি ছিলেন এমন এক পোপ, যিনি সবার জন্য ছিলেন উন্মুক্ত হৃদয়ের মানুষ।”

সাধারণত পোপদের সমাধি হয় ভ্যাটিকান সিটির ভেতরেই, সেইন্ট পিটার্স ব্যাসিলিকার নীচের কবরস্থানে। কিন্তু এই প্রথমবারের মতো পোপ ফ্রান্সিসকে সমাহিত (Pope Francis Final Farewell) করা হল ভ্যাটিকানের বাইরে, সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায়। ভ্যাটিকান কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্ত পোপের নিজের ইচ্ছাতেই নেওয়া হয়।

ইস্টার সোমবারে পৃথিবীকে বিদায় পোপ ফ্রান্সিসের, প্রয়াণে শোকের ছায়া বিশ্বজুড়ে

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

এই স্থানটি পোপ ফ্রান্সিসের খুবই প্রিয় ছিল এবং জীবনের শেষ দিনগুলোয় তিনি সেখানে বারবার গিয়েছেন। সমাহিত হওয়ার মাধ্যমে তিনি সেই পবিত্র স্থানকে চিরস্থায়ী আশ্রয় করে নিলেন।

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা (Pope Francis Final Farewell) জানাতে ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও ভারতের উপরাষ্ট্রপতি সহ বহু গণ্যমান্য ব্যক্তি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও অংশ নেয়। ভ্যাটিকান টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় এই ঐতিহাসিক অনুষ্ঠান।

বিশ্বজুড়ে গির্জাগুলোতে বাজানো হয় শোকের ঘণ্টা, এবং আয়োজন করা হয় প্রার্থনা সভার। বিশেষ করে লাতিন আমেরিকায়, যেখানে পোপ ফ্রান্সিসের আদি নিবাস, সেখানে ব্যাপক জনসমাগম হয় প্রার্থনা সভাগুলোতে।

#PopeFrancis #FinalFarewell #VaticanNews #CatholicChurch #SantaMariaMaggiore #PopeBurial #GlobalTribute #FaithAndPeace #CloudTVNews #PopeHistory

আরও পড়ুন :

পর্যটকদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দুই কাশ্মীরি কন্যা

‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব’, বললেন বলিউড তারকা সুনীল শেঠি

ad

আরও পড়ুন: