Breaking News

Schengen Visa

একটি ভিসায় ইউরোপের ২৯টি দেশ ভ্রমণ করুন

ইউরোপিয়ান ইউনিয়নের দুইটি সদস্য রাষ্ট্র রোমানিয়া এবং বুলগেরিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে শেনজেন এর পূর্ণ সদস্য হয়েছে

Schengen Visa can take you to 29 eu countries

Schengen

ক্লাউড টিভি ডেক্স: ইউরোপিয়ান ইউনিয়নের দুইটি সদস্য রাষ্ট্র রোমানিয়া এবং বুলগেরিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে শেনজেন এর পূর্ণ সদস্য হয়েছে। ফলে এখন থেকে কেউ যদি এই দুই দেশ থেকে ইউরোপ ভ্রমণ করতে চায় তাহলে একটি মাত্র ভিসা (Schengen Visa) নিলেই ২৯ টি দেশ ঘুরে বেড়ানো যাবে। আগে ছিল ২৭ টি দেশ এখন দুটি দেশ বেড়ে হয়েছে ২৯ টি দেশ ।

শেনজেন (Schengen Visa) হচ্ছে ইউরোপের এমন একটি জোন যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে দেশগুলোর নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। তাছাড়া বিশ্বের অন্য দেশের নাগরিকগণ একটি মাত্র ভিসার(শেনজেন) মাধ্যমে বর্তমান ২৯ টি দেশ ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ উক্ত দেশগুলোর মধ্যে সীমানা পাড়ি দিতে কোন ধরনের বর্ডার চেকিংয়ের মুখোমুখি হতে হবে না।

বুলগেরিয়া এবং রোমানিয়াকে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে এই শেনজেন অঞ্চলে প্রবেশ করার জন্য। যদিও এই দেশ দুটি ২০০৭ সালেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে যুক্ত রয়েছে। অঞ্চলে প্রবেশের জন্য দেশগুলোকে অনেকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়েছে।

১৯৮৫ সালে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ নিয়ে এই সেনজেন অঞ্চল প্রতিষ্ঠিত হয় এর পরবর্তীতে বর্তমান রোমানিয়া এবং বুলগেরিয়া ছাড়াও পূর্বে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড এই ভিসা (Schengen Visa) মুক্ত অঞ্চলে যোগদান করে।

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল যে দেশ (kiribati)

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

ad

আরও পড়ুন: