ThailandCannabis
ক্লাউড টিভি ডেস্ক : ২০১৯ সালে বিশ্বজুড়ে হেডলাইন হয়েছিল থাইল্যান্ড—প্রথম এশীয় দেশ হিসেবে গাঁজা (ThailandCannabis) ব্যবহারে আইনি ছাড় দিয়েছিল সরকার। মূলত চিকিৎসা ও ভেষজ উদ্দেশ্যে এই বৈধতা দেওয়া হলেও, সময়ের সঙ্গে তা ব্যাপকভাবে অবাধ ব্যবহার ও পাচারে পরিণত হয়।
তিন বছর পর সেই উদার নীতিতে টান পড়ল। ২৪ জুন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুয়েতিন ঘোষণা করেছেন—
“গাঁজা এখন থেকে আর খোলা বাজারে বিক্রি করা যাবে না। প্রেসক্রিপশন বাধ্যতামূলক।”
সরকারি ভাষ্যে বলা হয়েছে, গাঁজার ব্যবহার এখন থেকে শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানের নির্ধারিত সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
নতুন নির্দেশ অনুযায়ী:
গাঁজার পণ্য (বিশেষ করে গাঁজা ফুল) কেনার জন্য ডাক্তারের ব্যবস্থাপত্র লাগবে
কোনো দোকান প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে তা অবৈধ বলে বিবেচিত হবে
গাঁজা ফুলকে “নিয়ন্ত্রিত ভেষজ” শ্রেণিতে পুনর্নিবদ্ধ করা হচ্ছে
মাদক নিয়ন্ত্রণ বোর্ডের মহাসচিব ফানুরাত লুকবুন জানিয়েছেন, তাঁর সংস্থা দ্রুত নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে। তবে স্পষ্টভাবে নতুন নিয়ম কার্যকর হওয়ার তারিখ এখনও জানানো হয়নি।
থাইল্যান্ডে গাঁজা বৈধ করার মূল প্রস্তাব এসেছিল ভুমজাইথাই পার্টির তরফ থেকে, যারা গাঁজার ওষুধি ব্যবহারকে কেন্দ্র করে জনগণের সমর্থন পেয়েছিল।
কিন্তু ফেউ থাই পার্টি, যারা বর্তমানে ক্ষমতায়, নির্বাচনের আগে গাঁজাকে পুনরায় অপরাধ হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিল।
তবে জোট রাজনীতির বাধায় সেটি সম্ভব হয়নি। এর মধ্যেই সরকার এবার কঠোর নিয়ন্ত্রণের পথ বেছে নিল।
দেশটির সরকার বলছে, গাঁজা বৈধ হওয়ার পর থেকে থাইল্যান্ড থেকে গাঁজা পাচারের হার বেড়েছে।
অনেক বিদেশি পর্যটকও অবৈধভাবে গাঁজা কিনে দেশে ফিরছেন।
এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও মত দিয়েছেন স্বাস্থ্য ও নিরাপত্তা বিশ্লেষকরা।
মুম্বাই বিমানবন্দরে বিষধর সাপসহ পাচারকারী আটক: থাইল্যান্ড থেকে চোরাচালান চক্রের চাঞ্চল্যকর উদ্ঘাটন
রামের মুখে প্রাক্তন বামনাম : সাংগঠনিক রদবদলে লালমুখী হচ্ছে গেরুয়া শিবির
গত মাসে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে জানানো হয়, পর্যটকদের মাধ্যমে বহির্বিশ্বে গাঁজার পাচার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এই তথ্যই মূলত প্রেসক্রিপশন-নির্ভর বিক্রির সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
২০২২: থাইল্যান্ডে গাঁজা আংশিকভাবে বৈধ হয়
২০২3-24: গাঁজা-বিষয়ক স্টার্টআপ, দোকান ও গাঁজা-ট্যুরিজম বৃদ্ধি পায়
২০২৫: পাচার ও অবাধ ব্যবহার বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণের পথে সরকার
বিশেষজ্ঞদের মতে, গাঁজা নিয়ে থাইল্যান্ডের এই নীতি পরিবর্তন ভবিষ্যতে এশিয়ার অন্যান্য দেশেও প্রভাব ফেলতে পারে, যারা গাঁজা নিয়ে কঠোর আইন চালু রেখেছে।
আরও পড়ুন :
মেঘের রূপ বদলে দিচ্ছে পৃথিবীর জলবায়ু: উষ্ণতা বৃদ্ধিতে নতুন সংকেত
নিজের কলেজে ‘ধর্ষিতা’ ছাত্রী। ‘ধর্ষক’ পূর্বপরিচিত এবং ছাত্র রাজনীতিতে দু’জনে ‘সহযোদ্ধা