world's hated country
ক্লাউড টিভি ডেস্ক : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণা সম্প্রতি নিউজউইক প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম (world’s hated country)।
নিউজউইকের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের সমীক্ষা থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের (world’s hated country) তালিকায় ভারত রয়েছে ১০ম স্থানে। প্রতিবেদনে ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই তালিকার শীর্ষে আছে চীন। প্রতিবেদন মতে, চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য সমালোচিত হয়। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে (চীনকে) আরও গভীর করেছে।
বিশ্বের সবচেয়ে ঘৃণিত (world’s hated country) দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।
চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরাইল আছে এই তালিকার পঞ্চম স্থানে।
এছাড়াও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে সিরিয়া এবং ভারত।
#world’shatedcountry #china #india #USA #NorthKorea
আরও পড়ুন :
সজনে ডাঁটা: প্রতিদিনের খাবারে রাখুন, মিলবে ৩০০-র বেশি রোগ প্রতিরোধের গুণ!
IPL 2025: আইপিএলে নতুন প্রযুক্তি, এলো কুকুরের মত একটি রোবোটিক ক্যামেরা!